Hi Wapmaster! Share your Idea.
Home» Tips Tricks »Wapkiz এ কাষ্টম ইরোর /error.html পেইজ কাস্টমাইজড

Wapkiz এ কাষ্টম ইরোর /error.html পেইজ কাস্টমাইজড

কেনো ইরোর পেইজ বানাবেনঃ ওয়াপকিজ সাইটে সাধারন ভাবে যদি কোনো URL ভুল থাকে তবে সেটি একটি Error পেইজে নিয়ে যায় কিন্তু সেটি আমাদের ভালো নাও লাগদে পারে। কিন্তু আপনি যদি চান কবে আপনি আপনার সাইটের ইরোর পেইজটি খুব সহজেই কাস্টমাইজড করবেন সেটি খুবই সহজ এবং আপনি আপনার মনের মতো করে সাজাতে পারবেন। এখন আপনি ইরোর পেইজে আপনার নিজের অ্যাড বসাতে পারবেন এমনকি আপনি ইউজারদের আপনার সাইটে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করতে পারবেন। তো আপনি নিশ্চয় ভাবতেছেন তাহলে তো অনেক ভালো হয়। আমি বলছি ওয়াপকিজ এডমিন এই সিষ্টেমটি চালু করাতে অনেক উপকার হয়েছে ওয়াপকিজ ব্যবহারকারিদের। কীভাবে কাষ্টম ইরোর পেইজ বানাবেনঃ কাষ্টম ইরোর পেইজ বানাতে আপনাকে প্রথমে ওয়াপকিজ এডমিন প্যানেলে লগইন করুন। লগইন করার পর প্যানেল মোডে যান এবার দেখুন এখানে একটি অপশন আছে 404 Error costom page এই অপশনে ক্লিক করুন। তারপর এখানে দেখুন একটি কোড বক্স এসেছে এখানে আপনি আপনার এইচটিএমএল HTML কোড দিয়ে একটি কাষ্টম পেইজ বানিয়ে দিন। যেভাবে আপনি একটি পেইজ বানান সেভাবে এখানে কোড দিয়ে বানিয়ে ফেলুন কাষ্টম ইরোর পেইজ। দেখুন আমি কোড দিয়ে সেইভ দিয়েছি। এবার কাষ্টম ইরোর পেইজটি দেখুন নিচে। যখনই কেউ কোনো ভুল লিংকে চলে যাবে যেটি আপনার সাইটে বিদ্যামান নেই তখনই তাদেরকে এই ইরোর পেইজটি দেখাবে। উপসংহারঃ এই পেইজটি সম্প্রতি wapkiz Admin অপেন করেছে যেটি এখনো wapaxo বা অন্য কোনো সাইটে চালু করে নি। আপনি শুধু এটি ওয়াপকিজেই চালু করতে পারবেন।

Kizmaster v4

(7019) views (31 March 2024)


About alex-()

Hello I am alex, My age years . I got
Rank of kizmaster. I Love This site . More info. Visit my profile

(0) Comments here

    Sir No Comment on this post Please Make a New


SIMILAR Category » Tips Tricks

1 of 6 « 12345 6 »
Admin
Privacy & Policy
Java gameloft
Back To Top