Hi Wapmaster! Share your Idea.
Home» tutorial »১০ মিনিটেই অসাধারন ডিজাইনের অ্যাপ স্টোর সাইট তৈরী করুণ!

১০ মিনিটেই অসাধারন ডিজাইনের অ্যাপ স্টোর সাইট তৈরী করুণ!

এই সাইটে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। অনেকেরই ওয়াকিজে অ্যাপ স্টোর সাইট বানানোর ঝোঁক দেখা যায়। আমি এই পোস্টে আপনাদের একটি সুন্দর অ্যাপ স্টোর সাইট ডিজাইন করার জন্য সকল কোড দিবো এবং কিভাবে কোড বসাবেন সেটাও দেখিয়ে দেব। তো বন্ধুরা প্রথমেই নিচের লিঙ্ক থেকে একটি জিপ ফাইল ডাউনলোড করুণ। Download code zip এই জীপ ফাইলটিতে সব কোড আছে। প্রথমেই জীপ ফাইল টি Extract করুণ। Extract করলে এর মধ্যে 10 টি .txt ফাইল পাবেন। ফাইল গুলো হলো : - 1. txt , - 2. txt , 0. txt , search . txt , category.txt , download .txt , popular . txt , about. txt , meta . txt , style .txt। কোড তো পেয়ে গেলেন এখন প্রশ্ন হচ্ছে কোথায় এবং কিভাবে বসাবেন? এর জন্য আর্টিকেলটি শেষ পর্যন্ত ফলো করতে থাকুন। এবার আপনার সাইটে Login করে একটি নুতুন সাইট খুলুন অথবা যে সাইটে এই কোড ব্যবহার করবেন সা সাইটের সব কোড ডিলিট করে দিন। এবার Wapkiz >> Panel>> Page>> এ গিয়ে একটি একটি করে নিচের পেজ গুলো ক্রিয়েট করুণ। search category download popular about এবার Panel>>Manage Page এ গিয়ে একটি একটি একটি করে পেজে গিয়ে ঐ পেজের নামে থাকা ফাইলের কোড গুলো ঐ পেজের Panel>> Html / Tag Code এ গিয়ে পেস্ট করে দিন। আর style .txt ফাইলে থাকা কোড গুলো CSS এ এবং meta ফাইলে থাকা কোড গুলো Meta Header এ পেস্ট করে দিন। এগুলা কোনো নুতুন বেপার নয় তাই কারুরই না বোঝার কথা নেই। এবার আপনার সাইট ভিউ করুণ। আশা করি আপনি একটি সুন্দর ডিজাইনের সাইট পেয়ে গেছেন। আর যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট করে জানান অবশ্যই সমাধান দেওয়ার ট্রাই করব। আর কার কোন বিষয়ে আর্টিকেল লাগবে সেটা নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ সবাইকে অনেক ধন্যবাদ।

Kizmaster v4

(14960) views (31 March 2024)


About alex-()

Hello I am alex, My age years . I got
Rank of kizmaster. I Love This site . More info. Visit my profile

(0) Comments here

    Sir No Comment on this post Please Make a New


SIMILAR Category » tutorial

10 of 13 « 89101112 13 »
Admin
Privacy & Policy
Java gameloft
Back To Top